• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নেবে : কামরুল ইসলাম

প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৩:০২ এএম

বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নেবে : কামরুল ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ও নেতাকর্মীদের চাপেই আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

বুধবার (৩ মে) বিকেলে কেরাণীগঞ্জের কালিন্দিতে ৩৪টি মন্দিরে অর্থ বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে আবারও অনির্বাচিত সরকার আনার অপচেষ্টা করছে।


তবে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে যারা বিদেশিদের কাছে নালিশ করেন, তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া নির্বাচন বিএনপি অংশ না নিয়ে বানচালের ষড়যন্ত্র করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের নির্দেশও দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

সেই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে দাবি করে কামরুল ইসলাম বলেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ