
প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৩:০২ এএম
ছবি: সংগৃহীত
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ও নেতাকর্মীদের চাপেই আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
বুধবার (৩ মে) বিকেলে কেরাণীগঞ্জের কালিন্দিতে ৩৪টি মন্দিরে অর্থ বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে আবারও অনির্বাচিত সরকার আনার অপচেষ্টা করছে।
সেই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে দাবি করে কামরুল ইসলাম বলেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
জেকেএস/