প্রকাশিত: মে ৪, ২০২৩, ০২:৫৭ এএম
ছয়দিন হাসপাতালে চিকিৎসা শেষে আগামীকাল (বৃহস্পতিবার) বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৪ মে) গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সিটি নিউজ ঢাকা কে এ তথ্য জানিয়েছেন। আজ সন্ধ্যায় মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করেন। সেখানে খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করা হয়। রিপোর্ট ভালো হওয়ায় তাকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।
গত ২৯ এপ্রিল সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
ওই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর দরকার। যেগুলো বাসায় থেকে করানো সম্ভব নয়। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন তার গৃহকর্মী ফাতেমা। এছাড়া ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ মর্শিলা রহমানও হাসপাতালে আসা-যাওয়া করছেন।
৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।
বিএস/