• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল আওয়ামী লীগ-বিএনপি : চুন্নু

প্রকাশিত: মে ১, ২০২৩, ০৮:২২ পিএম

দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল আওয়ামী লীগ-বিএনপি : চুন্নু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আওয়ামী লীগ বড় প্রকল্পের নামে দুর্নীতি করছে, আর বিএনপি দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল।’

সোমবার (১ মে) মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ-বিএনপি দেশে সাংঘর্ষিক অবস্থান তৈরি করেছে। তাদের এ সাংঘর্ষিক অবস্থানের কারণে দেশের জনগণ এখন শঙ্কিত।

দেশের এমন সাংঘর্ষিক পরিস্থিতিতে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকেই ক্ষমতায় আনতে হবে বলেও মন্তব্য করে তিনি।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ