প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ১০:৫২ পিএম
এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে সহায়তা ও তথ্যকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) সকাল থেকেই প্রায় ২০টি কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও তথ্যসেবা দেয়া হয় বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু।
এ ব্যাপারে সজল কুণ্ডু বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ দেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। পরীক্ষা কেন্দ্রে নানা ধরনের বিড়ম্বনার শিকার হয় পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে সিট খুঁজে পাওয়া, হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও অভিভাবকদের নানাবিধ সহায়তার জন্য তথ্যকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।’
এডিএস/