• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকারী : নিখিল

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ১২:২০ এএম

জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকারী : নিখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী।

শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

নিখিল বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়াউর রহমান। আর এখন তার স্ত্রী-পুত্র বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, প্রথম আলোর মতো গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা এখনও অবৈধভাবে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে।

যুবলীগের এই নেতা বলেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। শেখ জামালের জন্মদিনেও আমরা আনন্দ করতে পারি না। ষড়যন্ত্রের মাধ্যমে তারা এখন বঙ্গবন্ধুকন্যাকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামিয়ে দুর্নীতিবাজের সরকার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে।

 

বিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ