• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ, বিকেলে প্রতিক্রিয়া জানাবে বিএনপি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০৭:২৬ পিএম

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ, বিকেলে প্রতিক্রিয়া জানাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সাহাবুদ্দিন। এ নিয়ে বিকেলে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই। তবে তিনি বিকেল ৩টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসবেন। তখন আপনাদের (সাংবাদিক) উপস্থিতি থাকলে হয়তো অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারেন।

এর আগে আজ সোমবার বেলা ১১টায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। অপরদিকে দুই মেয়াদে ১০ বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে অবসরে গেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

 

বিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ