• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

‘পদ্মা সেতুতে মোটরসাইকেলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার’

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৭:২৮ পিএম

‘পদ্মা সেতুতে মোটরসাইকেলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল চলাচল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় নিয়ম মেনে মোটরসাইকেল চলায় বাইকারদের ধন্যবাদ দেন এবং শৃঙ্খলার এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। নিযম না মেনে চললে মোটরসাইকেল চলাচল আবার বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। 

পরে ওবায়দুল কাদের মাওয়া ও জাজিরা প্রান্তসহ পুরো পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং নিজে পদ্মা সেতুর টোল পরিশোধ করেন।

 

বিএস/

আর্কাইভ