• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

উপকারভোগীদের খোঁজ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৯:৪১ পিএম

উপকারভোগীদের খোঁজ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় নেতাকর্মীদের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় এ নির্দেশনা দেন তিনি। 

বৈঠকে উপস্থিত নেতাদের সূত্রে জানা গেছে, বৈঠক চলাকালীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফোনে কল করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ভিডিও কল দিতে বলেন। ভিডিও কলে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এ সময় ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে নেতাকর্মীদের যোগযোগ বৃদ্ধির কথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্ল্যাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দীন, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।

 

বিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ