• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যে কারণে বিএনপি নেতার বাড়িতেই কর্মসূচি পালন

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০২:৩৩ এএম

যে কারণে বিএনপি নেতার বাড়িতেই কর্মসূচি পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে সোনারং হাইস্কুল মাঠে কর্মসূচি করার কথা ছিল। কিন্তু পুলিশ মাঠে কঠোর অবস্থান নেয়ায় বিএনপি নেতাকর্মীরা উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিকের বাড়িতে অবস্থান নিয়ে বাড়ির সামনে কর্মসূচি পালন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ।

 

এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক বলেন, পুলিশ বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে আমাদের নেতাকর্মীদের কর্মসূচিতে আসতে দেয় নাই। আমাদের মাঠে কর্মসূচি করার কথা থাকলেও পুলিশ সেখানে অবস্থান নেওয়ায় আমরা সেখানে কর্মসূচি পালন করতে পারি নাই। তাই আমরা মল্লিক বাড়ির সামনে কর্মসূচি পালন করছি। 

 

 

বিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ