নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের শীর্ষ ওলামায়ে কেরামসহ গ্রেফতারকৃত হেফাজতের সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি চেয়েছেন সংগঠনটির আমির ও হাটহাজারী মাদরাসার পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার (২৭ জুন) রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
ওই বিবৃতিতে বাবুনগরী বলেন, 'বিনা দোষে আজ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম জেলখানায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের অনেকেই বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থ। জেলেখানার কষ্ট সহ্য করতে না পেরে জুনায়েদ আল হাবীবসহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি৷ মানবিক বিবেচনায় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিয়ে কওমি মাদরাসা খুলে দিন।'
হেফাজতের আমির বলেন, 'আমি নিজে অসুস্থ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ উচ্চতর ডায়াবেটিসে ভুগছি। দৈনিক তিন বেলায় আমার অর্ধশত ট্যাবলেট এবং ইনসুলিন নিতে হয়। খাদেমদের সহযোগিতা ছাড়া একা চলাফেরা করতে পারি না। আমার ব্যক্তিগত খাদেম মাওলানা এনামুল হাসান ফারুকীকেও সম্পূর্ণ বিনা দোষে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলে আটক থাকায় ওষুধ সেবনসহ নানা কাজে আমি কষ্ট পাচ্ছি। শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে এনামুলেরও মুক্তি চাচ্ছি।'
তিনি আরও বলেন, 'ওলামায়ে কেরামের সঙ্গে সর্বস্তরের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। সমাজের সবার কাছে শ্রদ্ধার পাত্র ওলামায়ে কেরাম। আজ দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় ওলামায়ে কেরাম জেলে আটক থাকায় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এ ক্ষোভের বিস্ফোরণ হলে এর দায় সরকারের ওপরই বর্তাবে।'
অতিসত্ত্বর দেশের সব কওমি মাদরাসা খুলে দেয়ার দাবি জানিয়ে বাবুনগরী বলেন, 'কওমি মাদরাসায় দিনরাত কোরআন তেলাওয়াত করা হয়। রাসুলের হাদিসের পাঠদান করা হয়। খতমে বুখারি, খতমে জালালিসহ বিভিন্ন দোয়া-দরূদ ও জিকির করা হয়। মাদরাসাগুলো চালু থাকলে কোরআন-হাদিসের বরকতে করোনাভাইরাসসহ যাবতীয় বালা-মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।'
মামুন/সবুজ/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন