• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গুরুতর অসুস্থ

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০১:২৩ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গুরুতর অসুস্থ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি ঢাকাস্থ ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (৭ এপ্রিল) বিকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এসব তথ্য জানান। ডা, জাফরুল্লাহ বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি।

মিন্টু বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসা নিচ্ছেন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকরা তার চিকিৎসার দেখভাল করছেন। এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার।

 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ