প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ১২:৩৯ এএম
বিএনপি জনগণের কাছে না গিয়ে কূটনীতিকদের পদলেহন করে, যা দেশ বিরোধীর সামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামে সাংবাদিক সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে প্রয়োজনে কূটনৈতিকদের ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দেয়া হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে চিহ্নিত ব্যক্তিবিশেষ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এতে বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের নাক গলানো সমীচীন নয়। প্রয়োজনে কূটনীতিকদের আচরণ সম্পর্কিত ভিয়েনা কনভেনশন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হবে।’
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অনেকের পছন্দ হয় না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের বাজেটের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে কারও দ্বারে দ্বারে ঘুরে বেড়াই না। বরং আমাদের সাহায্য দেয়ার জন্য তারা এখন অর্থের ঝুলি নিয়ে আমাদের কাছে আসে। আমাদের খাটো করার সময় চলে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ করোনা মহামারি এবং বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যেও দেশ যেভাবে এগিয়ে চলেছে, অর্থনৈতিক সমৃদ্ধি যেভাবে অব্যাহত আছে, এটি পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকা প্রশংসা করছে।
ব্লুমবার্গের একটি রিপোর্টের উদ্বৃতি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সেখানে তারা বলেছে করোনার মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কারণে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার জয়লাভের সম্ভাবনা রয়েছে।
আওয়ামী লীগ সরকার গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করেছে জানিয়ে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ায় আহ্বান জানান হাছান মাহমুদ।