• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনে টলবে না আ.লীগ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০২:৪৬ এএম

বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনে টলবে না আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বছরখানেক ধরেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও সরকার পতনের দাবিতে রাজপথে বিএনপি। অন্যদিকে সন্ত্রাস সহিংসতা রুখতে রাজপথে সরব টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগও।

জোর করে ক্ষমতায় টিকে থাকতে সরকার গুম-খুনের পথ বেছে নিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে যুগপৎ আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে। 

মঙ্গলবার রাজধানীর লেডিসক্লাবে এক ইফতার মাহফিলে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘দেশে অশান্তি বিরাজ করছে। দেশে মানুষ নিরাপত্তা পাচ্ছে না। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে। যুগপৎ আন্দোলনে সরকারের পতন ঘটনানো হবে।’

একইদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিশুতোষ চলচ্চিত্র মাইকের প্রদর্শনীতে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এসময় তিনি দাবি করেন, বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের রাজনীতি করছে।

অভিযোগ করেন, যাদের আন্দোলন করার ক্ষমতা নেই তাদের সরকার পতনেরও ক্ষমতা নেই।

অনুষ্ঠানে সরকার পতন আন্দোলন না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে আহবান জানান আওয়ামী লীগ নেতারা।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ