• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মির্জা ফখরুল রাজাকার ছিলেন : হানিফ

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ০১:৪৩ এএম

মির্জা ফখরুল রাজাকার ছিলেন : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

সিটি নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘গতকালকে না পরশু বলল, আমরা এই বাংলাদেশ চাই নাই। আসলে তো মির্জা ফখরুল সাহেব ঠিকই বলেছেন, ওরা তো বাংলাদেশই চায় নাই। রাজাকাররা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। তাই মির্জা ফখরুল সাহেব বা উনার পিতারা তো ওই রাজাকার ছিল। এটা তো দেশবাসী জানে। তো কোনো রাজাকার বা কোনো রাজাকারের সন্তান বাংলাদেশ চাইতে পারে না, সেটা তো প্রমাণিত। অতএব উনারা এই বাংলাদেশ চাইবে না, বাংলাদেশ চায় নাই, এটা তো নতুন করে আবার চলে আসছে।’
শনিবার (১৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

 

হানিফ বলেন, ‘বিএনপি ১১ বছর ধরে একই কথা বলে আসছে, সেটা হলো, এই সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্ব নেই।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক পরে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন । কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ শিক্ষক অংশ নেন। এ সময় তারা বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। মতবিনিময়ের ফাঁকে ফাঁকে নানা ধরনের দেশীয় নৃত্য ও গান পরিবেশিত হয়।

 

আরিয়ানএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ