• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ক্ষমতায় যাওয়া নয়, বিএনপির লক্ষ্য শেখ হাসিনাকে হটানো : কাদের

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৬:৩৭ পিএম

ক্ষমতায় যাওয়া নয়, বিএনপির লক্ষ্য শেখ হাসিনাকে হটানো : কাদের

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাওয়া নয়, বিএনপির লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানো। সোমবার (৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ক্ষমতায় যাওয়া নয়, বিএনপির লক্ষ্য শেখ হাসিনাকে হটানো : কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (বিএনপি) অবস্থান একটা। তাদের অবস্থান ক্ষমতায় যাওয়া নয়, তাদের অবস্থান শেখ হাসিনাকে হটানো। ক্ষমতায় যাওয়া তাদের লক্ষ্য নয়।’


‘এখন সর্বশেষ আমি যতটুকু জানি যতটুকু বুঝি রাজনীতি, বিএনপির এখন লক্ষ্যই হচ্ছে একটা, সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতার মঞ্চ থেকে হটানো। তারা ক্ষমতায় যাবে— এ নিয়ে তাদের মাথাব্যথা নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল যেভাবে বলছেন তাতে মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি গরম পড়বে, বলবে দোষ আওয়ামী লীগের। হঠাৎ খুব বেশি শীত হলে দোষ আওয়ামী লীগের। হঠাৎ করে বন্যা এলে দোষ আওয়ামী লীগের। তারপর বলবে যে বাংলাদেশে বজ্রপাতে এত লোকের মৃত্যু, এটাও দোষ আওয়ামী লীগের। এটা বিএনপি বলতে পারে। বিএনপির মুখে কোনো কিছু বাধে না।’

 

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ