• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ছাত্রলীগ কথা শোনে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০২:৪৮ এএম

ছাত্রলীগ কথা শোনে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বেচ্ছাসেবক লীগ সংগঠিত একটি দল এবং এর কর্মীরা নেতাদের কমান্ড মানে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কিন্তু ছাত্রলীগের অনুষ্ঠানে গেলে দেখি তাদের নেতারা স্লোগান বন্ধ করতে বললেও কর্মীরা কথা শোনে না।’
রোববার (৫ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল তিব্বত মোড় কলোনি বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ অনেক শক্তিশালী, আমি তা শুনেছি। আজ দেখতে এসেছিলাম এবং আমি তার প্রমাণ পেয়েছি। তাদের নেতারা স্লোগান বন্ধ করতে বললে কর্মীরা তা শোনে।’
স্বেচ্ছাসেবক লীগ বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘সংগঠনটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। তার সঙ্গে অধিকার অদায়ের লক্ষ্যে, দাবি আদায়ের লক্ষ্যে অনেক অন্দোলন সংগ্রাম করেছি। সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি এই দলটিকে সুসংগঠিত করেছেন।’
তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ সম্ভাবনার দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের যে প্রান্তেই যাই, সেখানেই দেখি শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি।’  


ডিজিটাল বাংলাদেশ বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। মানুষ বলতো ডিজিটাল বাংলাদেশ আবার কী, সেটা দিয়ে কী হবে। আজ দেশের যে উন্নয়ন তা অনেকটাই সম্ভব হয়েছে এই ডিজিটাল বাংলাদেশের কল্যাণে।’
দেশের জরুরি সেবা নম্বর-৯৯৯, এটি সম্পূর্ণ সজীব ওয়াজেদ জয়ের ব্রেনচাইল্ড জানিয়ে তিনি বলেন, ‌‘ডিজিটাল বাংলাদেশের এই সেবার কারণে মানুষের উপকার হয়েছে। সমস্যায় পড়লেই মানুষ জরুরি সেবা নিতে ৯৯৯ নম্বরে কল করছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে দেখতে চান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শেখ হাসিনা স্মার্ট গভর্নেন্সের কথা বলেন, স্মার্ট ইকোনমির কথা বলেন। আর এগুলোর সঠিক বাস্তবায়নেই আমরা স্মার্ট বাংলাদেশ পাবো।’
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
নতুন নেতৃত্ব বিষয়ে তিনি বলেন, ‘কমিটিতে তারাই জায়গা পাবেন, যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত না, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না। যারা দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবেন। যোগ্য ও ত্যাগীরাই নেতৃত্বে আসবে বলে আশ্বস্ত করেন তিনি।

 

আরিয়ানএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ