• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
আজকের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন সম্রাট।

সম্রাটের জামিনের মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ল

প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৭:০৯ পিএম

সম্রাটের জামিনের মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ল

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

২২২ কোটি টাকা পাচারের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিশেষ জজ আদালত-৬ এর বিচারক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে আরেকটি আবেদনও আজ জমা দেন আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা। আজকের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন সম্রাট।


গত বছরের ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে বিচারক বলেছিলেন, সম্রাটকে জামিনের বন্ড জমা দেওয়ার সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।
জামিনের আদেশের পর কারাগার থেকে বেরিয়ে আসেন সম্রাট। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন।

 

আরিয়ানএস/
 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ