
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৮:৫৭ পিএম
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতিতে ফিরবেন কি ফিরবেন না, সেই আলোচনার সময় এখনো আসেনি বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিঃশর্ত মুক্তির পরেই কেবল খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দাবি খুব পরিষ্কার। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারপর অন্য কিছু।’
আরিয়ানএস/