• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাসপাতালের পথে খালেদা জিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১১:৪০ পিএম

হাসপাতালের পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন বিকেলে খালেদা তার গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হন। এর আগে গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলন বিএনপি চেয়ারপারসন। 


খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর সরকারের অনুকম্পায় কারাগারের বাইরে আছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। 
পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়। ২০২০ সালের ২৫ মার্চ সাময়িক মুক্তি মেলার পর থেকে তিনি গুলশানের বাসাতেই থাকছেন।

 

আরিয়ানএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ