প্রকাশিত: জুন ২৫, ২০২১, ০৪:৫৮ পিএম
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের
মির্জা। তিনি আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। কিন্তু
বিভিন্ন সময় আওয়ামী লীগের
স্থানীয় রাজনীতি ও নিজ ভাইয়ের
বিরুদ্ধে কথা বলে আলোচনা-সমালোচনায় আসেন। যা বলেন তা
সবই নাকি সত্য কথা,
এমনটাও দাবি করেন তিনি।
সম্প্রতি
বিভিন্ন ইস্যুতে ফেসবুক লাইভে এসে বক্তব্য দেন
তিনি। ঠিক তেমনই এক
বক্তব্য দেন শুক্রবার (২৫
জুন) দুপুর ১২টায়।
ফেসবুক
লাইভে কাদের মির্জা বলেন, আমি সত্য বললে
সবাই আমায় পাগল বলে।
আবার কেউ কেউ বলে
অর্বাচীন। আমি সত্য কথা
বললে অনেকের বিরুদ্ধে যায়, তাই আমাকে
এসব বলে।
কাদের
মির্জা বলেন, র্যাব চরএলাহী
থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মো. সামছু উদ্দিনকে
আটক করেছে। আমি এতদিন ধরে
বলছি সঠিকভাবে অভিযান চালালে কোম্পানীগঞ্জ থেকে অনেক অস্ত্র
উদ্ধার করা যাবে। আজ
তো সবাই দেখেছে, কাদের
কাছ থেকে অস্ত্র পাওয়া
যায়। কোম্পানীগঞ্জে আরও অস্ত্র আছে।
পুলিশকে সবগুলো অস্ত্র উদ্ধার করতে হবে। যাদের
থেকে অস্ত্র পাওয়া যায় তাদেরকে রিমান্ডে
নিলেই সত্য ঘটনা বের
হয়ে আসবে। কারা সাংবাদিক মুজাক্কির
ও সিএনজিচালক আলাউদ্দিনকে হত্যা করেছে, তা বের হয়ে
আসবে।
বসুরহাট
পৌরসভার মেয়র বলেন, আপনারা
অভিযান অব্যাহত রাখুন। আমার কোনো লোক
যদি অভিযানে আটক হয় তাতে
আমি কিছু বলব না।
তারপরও অস্ত্র উদ্ধার হোক। যাদের কাছে
অস্ত্র পাওয়া যাবে তাদের রিমান্ডে
নিলেই আসল হোতাদের মুখোশ
উন্মোচন হবে।
এর
আগে বৃহস্পতিবার (২৪ জুন) রাতে
কোম্পানীগঞ্জের চরএলাহী থেকে মো. সামছু
উদ্দিন (৩৫) নামে এক
সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭। এ
সময় তার কাছ থেকে
তিনটি বন্দুক ও ১২ রাউন্ড
কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে
তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। শুক্রবার
(২৫ জুন) দুপুরে কোম্পানীগঞ্জ
থানার ওসি মো. সাইফুদ্দিন
আনোয়ার নিশ্চিত করেন।
টিআর/এএমকে