• ঢাকা সোমবার
    ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

জয়পুরহাটে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৮:৩৪ পিএম

জয়পুরহাটে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

ছবিঃ সিটি নিউজ ঢাকা

মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, নির্দলীয় ও নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধার- ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রা করেছে জয়পুরহাট জেলা বিএনপির একাংশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় শহরের  চিনিকল রোড থেকে পদযাত্রা বের হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপি‍‍`র যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,  জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন প্রমূখ।

বক্তারা বলেন, এই পদযাত্রা থেকেই আমরা স্বৈরাচারি সরকারের পতন ঘটাবো। আমরা খালেদা জিয়ার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমাদের আন্দোলন চলছে। বিএনপির এই আন্দোলন গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি ও নিত্য পণ্যের মূল্য কমানোর আন্দোলন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

 

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ