• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেখ হাসিনার হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ: মতিয়া চৌধুরী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১০:১৮ পিএম

শেখ হাসিনার হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘এ দেশের অগ্রযাত্রায় যত অর্জন, তার সবকিছু আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। বঙ্গবন্ধুর পর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনা মানবতার মা। যিনি সকল প্রতিকূল অবস্থা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেন। তার হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ।’

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শেরপুরের নকলা এবং নালিতাবাড়ি উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।’

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ