• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চিরনিদ্রায় শায়িত নাজমুল হুদা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৫:১৪ পিএম

চিরনিদ্রায় শায়িত নাজমুল হুদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা


ঢাকার দোহারে নিজগ্রামে পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দোহারের শাইনপুকুরে জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। নাজমুল হুদার সহকারী ব্যক্তিগত সচিব মো. শামীম আহসান সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।
এর আগে বাদ মাগরীব ঢাকার দোহার উপজেলায় ফুলতলায় পদ্মা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার আগে বেলা ১১টায় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। দুপুরে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হয় তার জন্মস্থানে।


দোহারে জয়পাড়া স্কুল মাঠে নাজমুল হুদার লাশবাহী গাড়ি পৌঁছালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য  সালমান এফ রহমান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের হোসেন, দোহার থানা ওসি মোস্তফা কামাল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার প্রমুখ।
পরে বাদ আসর উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার নাজমুল হুদা একজন আইনজীবীও ছিলেন। বার্ধক্যজনিত কারণে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা এবং দুই কন্যা অন্তরা হুদা ও শ্রাবন্তী হুদাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ৮০ বছর বয়সী আলোচিত এই রাজনীতিবিদ।


নাদিম/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ