• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খাম্বা ব্যাপারী তারেক জিয়ার কাজ ছিল শুধু লুটপাট করা : কাদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০১:১৬ এএম

খাম্বা ব্যাপারী তারেক জিয়ার কাজ ছিল শুধু লুটপাট করা : কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খাম্বা ব্যাপারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারে থাকা অবস্থায় তাদের কাজ ছিল শুধু লুটপাট করা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‌‘শান্তি সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে হাওয়া ভবনের আরেক নাম ছিল খাওয়া ভবন। তারা শুধু লুটপাট, চাঁদাবাজি আর কমিশন বাণিজ্য করে চলতো। অপরদিকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে-মেয়েরা নিজেরা চাকরি করে খায়, সাধারণ জীবনযাপন করে।

তিনি বলেন, কিছুদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন। তিনি সরকারের সঙ্গে কথাবার্তা বলেছেন। আমেরিকার দূতের সঙ্গে কথা বলতে বিএনপি অনেক চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে। কারণ তাদের কাছে গণতন্ত্র ও জনগণ কেউই নিরাপদ নয়। তারা বাংলাদেশেকে আফগানিস্তান বানাতে চায়। কিন্তু সেটা কোনোদিনই হবে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ