• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জনগণ ক্ষতিগ্রস্ত, তাই বিএনপি রাস্তায় নেমেছে: খন্দকার মোশাররফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:২২ পিএম

জনগণ ক্ষতিগ্রস্ত, তাই বিএনপি রাস্তায় নেমেছে: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘জনগণ ক্ষতিগ্রস্ত, তাই বিএনপি রাস্তায় নেমেছে। আর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে লোক হাসাচ্ছে। ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচি দেয়া অসহায়ত্বেরই প্রমাণ। তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলে এসব করছে।’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপিকে হেয় করে বেশ কয়েকটি চ্যানেলের মাধ্যমে ভুয়া নিউজ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু জনগণ আশা করে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে পাল্টা কর্মসূচি থেকে বিরত থাকবে তারা।’   


নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে আবোল-তাবোল বকছে ক্ষমতাসীনরা।’ 
রাজপথ বিএনপির দখলে আছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, শান্তি সমাবেশের নামে জনগণকে ভয় দেখানোর পাশাপাশি হামলা চালিয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীনরা। কিন্তু সরকারের ফাঁদে পা না দিয়ে বিএনপি তা সুকৌশলে এড়িয়ে যাচ্ছে 

 

এনএমএম/

আর্কাইভ