• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে: খসরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৬:৫৬ পিএম

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে: খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়ার মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি অভিযোগ করে বলেছেন, সারা দেশ থেকে লুট করে বিদেশে সম্পদ কেনার উৎসব করছে আওয়ামী লীগ সরকার। ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- জেটেবের এক কর্মসূচিতে এসব অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ। 
তিনি বলেন, বিভিন্ন শক্তিকে ব্যবহার করে জনতার ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এ ছাড়া, বর্তমান সরকার দেশের শিল্প কারখানাকে ধ্বংস করছে বলেও অভিযোগ আমীর খসরুর।
জনগণের আন্দোলনে ভয় পেয়ে সরকার নানা রকম নিপীড়ন শুরু করেছে অভিযোগ করে বিএনপির এই নেতা আরও বলেন, গ্রেফতার, হত্যা, মিথ্যা মামলা দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার অপচেষ্টা চলছে। কিন্তু সরকার যত বেশি অত্যাচার করছে, আন্দোলন তত শক্তিশালী হচ্ছে।

 
বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়া সরকারের রাজনৈতিক দৈন্যতা মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘স্বতন্ত্র কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ এখন বিএনপির কাউন্টার কর্মসূচি দিয়ে হাস্যকর দলে পরিণত হয়েছে। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে।’

 

এনএমএম/এএল

 

আর্কাইভ