• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

খালেদার প্রতি অবিচার করা হয়েছে : ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০১:৩৭ এএম

খালেদার প্রতি অবিচার করা হয়েছে : ডা. জাফরুল্লাহ

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অবিচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিভিন্ন অন্যায়ের বিচার হবে। তবে প্রধানমন্ত্রীর প্রতি অবিচার হলে, তখনও আমি তার পাশে থাকব।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশের নির্মাতা মওলানা ভাসানী, অন্য কেউ নয়। মেহনতি ও শ্রমজীবী মানুষের পক্ষে সবসময় অবস্থান ছিল মওলানা ভাসানীর। তিনি কখনো ক্ষমতা বা প্রাচুর্যের রাজনীতি করেননি। দল হিসেবে নয়, ব্যক্তি হিসেবে তার জনপ্রিয়তা ছিল সকলের ঊর্ধ্বে।

দেশে আজ গণতন্ত্র নেই দাবি করে ডা. জাফরুল্লাহ বলেন, এ সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে না। কারণ, তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তাদের সিংহভাগ প্রার্থী জামানত হারাবে। যখনই তাদের পরাজয় হবে, তখন থেকেই তাদের সব অপকর্মের বিচার শুরু হয়ে যাবে। তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের অবশ্যই রাস্তায় থাকতে হবে।


তিনি আরও বলেন, সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন করতে হবে। আন্দোলনে মাওলানা ভাসানীর দেখানো পথে আমাদের অগ্রসর হতে হবে। ঐক্যের প্রয়োজনে সবাইকে একত্রিত হতে হবে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস প্রমুখ।

 

সাজেদ/

আর্কাইভ