• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেশকে স্মার্ট করতে হলে স্মার্ট সড়ক লাগবে : কাদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৯:০১ পিএম

দেশকে স্মার্ট করতে হলে স্মার্ট সড়ক লাগবে : কাদের

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সড়ক তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য সড়কের উন্নয়ন কাজে গুণগত মান ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। 
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁওয়ে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। বলেন, জনগণের অর্থ খরচ করে সড়ক নির্মাণের পর অল্পদিনের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তা দুঃখজনক। নির্মাণের এক থেকে দুই বছরের মধ্যে সড়ক সংস্কারে অর্থ ব্যয় করতে হয়।

বেশিরভাগ সড়ক উন্নয়ন কাজের পরিস্থিতি এমন। প্রকল্প বাস্তবায়নের পর সড়কের এমন নাজুক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান ঠিক রেখে সময়মতো শেষ করার আহ্বানও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আরিয়ানএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ