• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

হিরো আলম নিয়ে সুর পাল্টালেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৮:০৪ পিএম

হিরো আলম নিয়ে সুর পাল্টালেন ওবায়দুল কাদের

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, হিরো আলমকে নিয়ে কোনো মন্তব্য ছিল না, আমার মন্তব্য ছিল মির্জা ফখরুলকে নিয়ে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, হিরো আলম প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে ভোট করেছেন, মানুষের ভালো সমর্থনও পেয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেছেন তিনি। তার এমপি হবার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।জানাজায় অংশগ্রহণ নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কীভাবে কর্মী থেকে নেতা হওয়া যায়, তার (মোসলেম উদ্দিন) কাছে শেখার রয়েছে।
বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রামের রাজনীতিতে মোসলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন।

 

আরিয়ানএস/

আর্কাইভ