• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নিজেদের ভুলের কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন: শেখ পরশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৯:৫৮ পিএম

নিজেদের ভুলের কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন: শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মসূচি পালনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বিএনপি পারদর্শী। এ বিষয়ে তাদের ছোট করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, বিএনপি কর্মসূচি দিলে আমরাও রাজপথে থাকবো। কারণ, যখন বিএনপি-জামায়াত কোনো কর্মসূচি দেয়, এ দেশের সাধারণ মানুষ আতঙ্কে ভোগে।


শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে যুবলীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় যুবলীগের নেতাকর্মীরা বলেন, বিএনপির নৈরাজ্য ঠেকাতেই রাজপথে সতর্ক অবস্থান নিয়েছেন তারা। জানান, উন্নয়নের প্রতিবন্ধকতা তৈরির জন্যই ধ্বংসাত্মক পথ বেছে নিচ্ছে বিএনপি। জনগণকে সেটি মনে করিয়ে দিতেই তাদের এই অবস্থান। নিজেদের ভুলের কারণেই বিএনপি জনবিচ্ছিন্ন; এমনটি জানিয়ে নেতারা বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি একটি জঙ্গি সংগঠন। তারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তারা রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখে।
আজ বিকেলেও কামরাঙ্গীরচরে ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যে’র নিন্দা জানাতে সমাবেশ করবে আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আরিয়ানএস/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ