• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফখরুল সাহেবের ঘাড়ের ওপর বসবো: ওবায়দুল কাদের

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ১২:০৯ এএম

ফখরুল সাহেবের ঘাড়ের ওপর বসবো: ওবায়দুল কাদের

ছবিঃ সংগৃহীত

সিটি নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা পালাবো না; প্রয়োজনে ঠাকুরগাঁওয়ে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে তার ঘাড়ের ওপর গিয়ে বসবো।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবে না কোথাও; পালাতে জানি না আমরা। পালিয়ে বেঁচে আছেন বরং বিএনপি নেতারাই।

রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদ্রাসা মাঠে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আমাদের লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকার পতন, ৩০ ডিসেম্বর থাকবে না, ১১ জানুয়ারি সরকার আর নাই’।

তিনি আরও যোগ করেন, বিএনপি এখন কই? বিএনপি এখন পদযাত্রায়। এই পদযাত্রা বিএনপির শেষ পদযাত্রা, অন্তিম পদযাত্রা, মরণযাত্রা। বিএনপির এখন মরণযাত্রায়। খেলা তো হবেই। কিন্তু খেলা হবার আগেই বিএনপি মৃত্যুযাত্রায় চলছে।’

তিনি আরও বলেন, ‘পদ্মা নদীর সব ঢেউ এখানে চলে এসেছে। মিছিলের নগরীতে পরিণত করেছেন। আমাদের স্বপ্নের বাতিঘর শেখ হাসিনার আগমনে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।’

 

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ