• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজশাহীর জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৯:৩৬ পিএম

রাজশাহীর জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহী ব্যুরো

রাজশাহীর মাদ্রাসা ময়দানে আজ (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের জনসমাবেশ শুরু হয়েছে। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন। 

সকাল ১১টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রাজশাহী পরিণত হয়েছে মিছিলের নগরীতে।

Rajshahi-albd

শহরের ৩টি প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোর থেকেই ছোট-বড় মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন।

Rajshah

আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসে-ট্রাকে এবং পায়ে হেঁটে জনসভাস্থলে এসেছেন। এ ছাড়া, ৮টি ট্রেন ভাড়া করে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নেতাকর্মীদের রাজশাহী আসার ব্যবস্থা করা হয়েছে।

 

সাজেদ/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ