• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আ.লীগ: ওবায়দুল কাদের

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১১:১৭ পিএম

ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আ.লীগ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় তিনি বলেন, ‘দেশের ওয়ার্ড পর্যন্ত সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। কোনো অপশক্তিকে ষড়যন্ত্রের সুযোগ দেয়া হবে না। কোনো সন্ত্রাসী কার্যকলাপ জ্বালাও, পোড়াও, গাড়ি ভাঙচুর করার সুযোগ দেয়া হবে না। বিএনপির সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী কার্যকলাপ এর সমুচিত জবাব দেয়া হবে।’

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ও ওই বিভাগের সকল জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং সদর পৌরসভার মেয়রদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন পর্যন্ত রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে কাদের বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে নানা কর্মসূচি নিয়ে। তবে বিএনপির বিরুদ্ধে কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নেবে না। তবে রাজপথও ছাড়া হবে না।

দেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে একমাত্র আওয়ামী লীগই দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।  তিনি বলেন, সরকার গণতন্ত্রের চর্চা করেছে না বলে বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি। কিন্তু বিএনপি দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা করে না। তারা যথাসময়ে সম্মেলনও করতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, ’৭৫ এর পরে একমাত্র আওয়ামী লীগ পূর্ণ মেয়াদ দায়িত্ব পালনের পর গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করে যাচ্ছে। আর কেউ তা করেনি। তবে ক্ষমতা হস্তান্তরে বিএনপির দাবি অনুসারে দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না।


দলের যে কোনো পর্যায়ে গঠিত নতুন কমিটিতে ত্যাগী নেতা ও তরুণদের রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আত্মীয়-স্বজন দিয়ে কমিটি গঠন করা যাবে না।

আওয়ামী লীগের বিরুদ্ধে যে সব অপপ্রচার করা হচ্ছে সেগুলোর জবাব দেওয়ার জন্য টিম গঠন করা হবে বলেও ঘোষণা দেন তিনি। 

 

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ