• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সময় টেলিভিশনের প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ মির্জা ফখরুল

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৮:৪১ পিএম

সময় টেলিভিশনের প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সময় সংবাদের সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সমালোচনা করেন।

ফখরুল ইসলাম বলেন, আমরা খুব অবাক, বিস্ময়, হতাশ এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি সময় চ্যানেল একটি ফিচার সংবাদ করেছে যেটা সুস্থ সাংবাদিকতার সঙ্গে যায় না। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের পেছনে ছুরিকাঘাত করা এবং পুরোপুরিভাবে পক্ষ অবলম্বন করা।

বিএনপি মহাসচিব বলেন, একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী যিনি অতীতে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের জনপ্রিয় নেত্রী ছিলেন তাকে নিয়ে লেখা হয়েছে। আমরা বার বার বলেছি তাকে কারাগারে নেয়া, তাকে সাজা দেয়া এর সবটাই রাজনৈতিক প্রতিহিংসার জন্য সাজানো হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে সেই মামলা সম্পর্কেও বলা হয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি, এসব মামলা সাজানো এবং তিনি যেন রাজনীতিতে যোগ দিতে না পারেন তার জন্য এ সাজা দেয়া হয়েছে।

এটা বলার পরে অন্যান্য চ্যানেল বা পত্রিকা যখন এই চলমান আন্দোলনকে জনগণের কথা তুলে ধরছে ঠিক তখন সময় চ্যানেল এ ধরনের একটি ডকুমেন্টারি প্রতিবেদনে প্রচার করেছে। এটা নিঃসন্দেহে অনভিপ্রেত মিথ্যাপ্রচার এবং আন্দোলনকে ছুরিকাঘাত করার মতো।

বিএনপির এ নেতা বলেন, সময় একটা মেইনস্ট্রিম চ্যানেল এবং এ দেশের মানুষ এই চ্যানেলের ওপর আস্থা রাখে ও বিশ্বাস করে। তাই আমি আশা করব সময় চ্যানেল এই প্রচারকে বন্ধ করবে এবং কোনো দলের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক সংবাদ প্রচার না হয় সে দিকে তারা খেয়াল রাখবে।

‘আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আন্দোলন করছি না’ উল্লেখ করে ফখরুল আরও বলেন, আমরা জনগণের ভোটাধিকার ফেরত পাওয়ার আন্দোলন করছি। তাই এ ধরনের বিদ্বেষমূলক সংবাদ ফ্যাসিবাদিকে শক্তিশালী করবে। আমরা সুস্থভাবে গণমাধ্যমের সঙ্গে কাজ করার-পরিবেশ তৈরি করার প্রত্যাশা করব।

পরে বিএনপি মহাসচিব সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে ৪ দিনের পদযাত্রার ঘোষণা দেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার (২৮ জানুয়ারি) শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলী থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

সোমবার (৩০ জানুয়ারি) যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং বুধবার (১ ফেব্রুয়ারি) মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। 

 

সাজেদ/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ