প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১২:৪০ এএম
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর দেওভোগ এলাকায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দেওভোগ এলাকায় জান্নাত কনভেনশন হলে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হন। সম্মেলনে যোগ দিতে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে যান। একই সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা আলাদা মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন।
এ সময় স্লোগান দিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দুপক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষের ব্যানার-ফেস্টুন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুপক্ষের সংঘর্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ ২০ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম জানান, ভুল বোঝাবুঝিতে কিছুটা সমস্যা হয়েছিল। তবে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সাজেদ/