• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গোলাম কিবরিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ১১:৩২ পিএম

গোলাম কিবরিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ শোক জানানো হয়।
তিনি মরহুম গোলাম কিবরিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আরেক বিবৃতিতে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান বলেন, গোলাম কিবরিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় এক ক্ষতি হয়েছে। দলের জন্য তার ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।


এনএমএম/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ