• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এরিককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১০:৩৭ পিএম

এরিককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান

এরিক এরশাদ ও বিদিশা : ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদিশা সিদ্দিকের বন্দিদশা থেকে এরশাদপুত্র এরিককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনূর রশীদ। বুধবার (১৮ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মো. মামুনূর রশীদ বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিককে ভালো রাখার জন্য যা যা করা দরকার, তা করতে প্রস্তুত ট্রাস্ট।

এরিক দাবি করছেন বিদিশা তার মা নন, তাকে স্বাধীনভাবে ট্রাস্টের সব সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে এমন পরিবেশ তৈরিরও দাবি করেন তিনি।
বিদিশার কাছে এরিক নিরাপদ নন, অর্থের লোভেই বিদিশা যাবতীয় কর্মকাণ্ড করে চলেছেন জানিয়ে তিনি আরও বলেন, এ মুহূর্তে এরশাদপুত্র এরিক চরম বিপজ্জনক অবস্থায় আছেন।

 

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ