প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৯:৫৬ পিএম
প্রার্থিতা ফিরে পেয়ে বগুড়া-৪ এবং বগুড়া-৬ দুটি আসনে নির্বাচনী মার্কা হিসেবে সিংহ চান হিরো আলম। আজ মঙ্গলবার হিরো আলমকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ।
আদালতের নির্দেশের পর গণমাধ্যমকর্মীদের হিরো আলম বলেন, `সবাই জানে হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে। এবারও গর্জন দেব। আমি বগুড়া-৪ এবং বগুড়া-৬ দুটি আসনে প্রার্থিতা ফিরে পেয়েছি। গতবার আমার মার্কা ছিল সিংহ, এবারও আমি সিংহ চাইব। গতকাল প্রতীক বরাদ্দ হয়েছে, কেউ সিংহ না নিয়ে থাকলে আমি দুটি আসনেই সিংহ মার্কায় ভোট করব।`
তিনি আরও বলেন, `আমরা ভোটের মাঠে থাকব। গতবার নির্বাচনের মাঠে আমার সঙ্গে মারামারি হয়েছিল। এবার সে ধরনের ঘটনা যেন না ঘটে সে জন্য আমি প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চাই। নিরাপত্তা চাই যেন প্রতিটি ভোটার ভোট দিতে আসতে পারে।`
বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।