• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

রাষ্ট্রপতি পদে নির্বাচন করা নিয়ে যা বললেন হিরো আলম

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০৯:৩৯ পিএম

রাষ্ট্রপতি পদে নির্বাচন করা নিয়ে যা বললেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার।

মঙ্গলবার হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতি পদে ফরম কিনবেন না।

হিরো আলম বলেন, এমপি হতে পারিনি তাই রাষ্ট্রপতি পদে ফরম কিনব না।

উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদ পূর্ণ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। পর পর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন তিনি। দেশের সংবিধান অনুযায়ী তার আর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সে কারণে নতুন কাউকে দেখা যাবে তার জায়গায়।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে। সে হিসাবে জাতীয় সংসদের চলতি অধিবেশনেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। যথাসময়ে নির্বাচন করতে নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়া শুরু করেছে।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ