প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৫:০০ পিএম
স্বাস্থ্যবিধি মেনে প্রথম ধাপে
২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ
হয়েছে। এ ছাড়া একই
দিনে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের
উপনির্বাচন এবং ঝালকাঠি সদর
ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সোমবার
(২১ জুন) সকাল ৮টা
থেকে ভোট গ্রহণ শুরু
হয়ে চলে বিকেল ৪টা
পর্যন্ত। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে
ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে
নির্বাচন কমিশন। এরই মধ্যে চলছে
ভোট গণনা।
নির্বাচন
কমিশন জানায়, ২০৪টি ইউনিয়নের মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ১৮৪টিতে ব্যালটের
মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত
হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন
এবং পৌরসভা দুটির ভোট ইভিএম পদ্ধতিতে
সম্পন্ন হয়।
এ
দিকে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে
দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মনির (২৩) নামে এক
যুবক নিহত হয়েছেন। এ
সময় আহত হন অন্তত
১৫ জন।
নিহত
মনির ওই এলাকার বশির
উল্লাহর ছেলে। আহত ১৫ জনের
মধ্যে কয়েকজনের নাম জানা গেছে।
তারা হলেন- তাসলিমা (২২), ফিরোজ, মন্জু,
সোহাগ, শাহাবুদ্দিন ও বেল্লাল।
গত
১০ জুন ইসি সচিব
মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছিলেন,
২১ জুন নির্বাচনের জন্য
নির্ধারিত ৩৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনার উচ্চ ঝুঁকিসম্পন্ন এলাকা
খুলনা বিভাগের সব ইউনিয়ন পরিষদ,
নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার
ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন
পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
এর
মধ্যে রয়েছে- বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার
জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ।
যার কারণে ২০৪টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত
হবে।
টিআর/এম. জামান