• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করার সিদ্ধান্ত

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৫:১০ এএম

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠক অনুযায়ী মতিয়া চৌধুরী সংসদের উপনেতা।

সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমর্থন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।


মতিয়া চৌধুরী পাঁচবারের সংসদ সদস্য। আওয়ামী লীগের সরকারে তিনি তিনবার কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সাল থেকে তিনি মন্ত্রিসভার সদস্য নন।


দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী। দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাকে রাজপথে আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা গেছে। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন তিনি। রাজপথের লড়াই-সংগ্রামের কারণে তিনি ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরী ছাত্রজীবন থেকে এখনও রাজনীতিই আঁকড়ে আছেন।

এর আগে সংসদের উপনেতা ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। গতবছরের ১১ সেপ্টেম্বর মারা যান তিনি। 

 

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ