• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১৬ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি।

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০১:০০ এএম

১৬ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আগামী ১৬ জানুয়ারি পৌরসভা, উপজেলা, জেলা, মহানগর ও কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হবে।


এ সময় আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিক অস্তিত্ব হারিয়েছে। গণবিচ্ছিন্ন হয়ে পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করছে।

মির্জা ফখরুল জানিয়েছেন, এদিন ফরিদপুর ও ময়মনসিংহে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে। চলমান আন্দোলনে এখন পর্যন্ত ১৫জন নিহত হয়েছেন। অসংখ্য নেতাকর্মী অবর্ণনীয় ও অমানবিক অবস্থায় কারাগারে রয়েছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

দুর্নীতিপরায়ণ ও জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে বলেও এ সময় দাবি করেন বিএনপি মহাসচিব। বলেন, দেশের মানুষ ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি চায়। তাই জেগে উঠেছে। বিএনপি ও সমমনা সব দল একমত হয়ে ১০ দফা দাবিতে কর্মসূচি সফল করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, বিএনপির সামনে চ্যালেঞ্জ এই সরকারকে বিদায় করতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে গণআন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে।


দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন, কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না। সঠিক ও সুষ্ঠু নির্বাচনে সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে সরকারের পতন ঘটাতে চাই। কোনও বিশৃঙ্খল-উচ্ছৃঙ্খল কর্মসূচি দিয়ে নয়। কোনো উসকানি দিলে এর ফল ভালো হবে না। জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট রাজধানীসহ দলের ১০ সাংগঠনিক বিভাগে বুধবার একযোগে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে সকাল সাড়ে দশটায় নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। তার আগেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি মির্জা ফখরুল গণঅবস্থান কর্মসূচির মঞ্চে উঠেন বেলা ১১টা ৫০ মিনিটে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে।

রাজধানীর আরও পাঁচটি পয়েন্টে বিএনপি সমমনাদের গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এরমধ্যে জাতীয় প্রেসক্লাব এলাকায় গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক ঐক্যজোট গণঅবস্থান করেছে। ১২ দলীয় জোট অবস্থান করেছে বিজয়নগরে পানির ট্যাংকের পাশে। জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড়সংলগ্ন এলাকায় এবং এলডিপি এফসিডিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান করেছে। আর মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বে গণফোরামের অবস্থান আরামবাগের সড়কে।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণঅবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

 

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ