• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এবার শীত বেশি সেজন্য বিএনপি আগামী বছর আন্দোলন করবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১২:০৩ এএম

এবার শীত বেশি সেজন্য বিএনপি আগামী বছর আন্দোলন করবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এবার শীত বেশি সে জন্য তারা আগামী বছর আন্দোলন করবে। আওয়ামী লীগ রাজপথে আছে, আর ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না, ১০ তারিখ কোমর ভেঙেছে, এরপর দুই পা ভেঙে যাবে।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যখন এ সরকার উন্নয়ন করছে তখন ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। আওয়ামী লীগকে যে ধাক্কা দেয় সে পড়ে যায়। ১০ ডিসেম্বর ধাক্কা দিতে চেয়েছিল সেজন্য নয়াপল্টন থেকে গরুর হাটে গিয়ে পড়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, গত ১০ ডিসেম্বর একবার ধাক্কা দিয়েছে তখন কোমর ভেঙেছে, আবার ধাক্কা দেওয়ার চেষ্টা করলে বিএনপির দুই পা ভেঙে যাবে।

তিনি আরও বলেন, তাঁরা এখন লাইনে আসছে, এবার বলছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের পতন চাই।

আর্কাইভ