• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মঞ্চ ভেঙে পড়ার পর ক্ষুব্ধ কাদের

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১২:০৮ এএম

মঞ্চ ভেঙে পড়ার পর ক্ষুব্ধ কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ ভেঙে নিচে পড়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন তিনি।

ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এতো নেতা কেনো? নেতা উৎপাদনের এতো বড় কারখানা আমাদের দরকার নাই। স্টেজভর্তি নেতা থাকে, আমাদের স্মার্ট কর্মী দরকার।’

তিনি বলেন, ‘স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি বলবো, এই যে নেতাদের মঞ্চে ওঠা, এতো নেতা আমাদের দরকার নাই। যে কোনো মঞ্চে গেলে সামনের লোকের থেকে মঞ্চে লোক বেশি। কেন? এতো নেতা কেন?’

মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক ভিডিওতে দেখা গেছে, ভেঙে পড়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

এআরআই

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ