• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জনগণ চাইলে আছি না চাইলে নেই: কাদের

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ১০:৪৮ পিএম

জনগণ চাইলে আছি না চাইলে নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিকে জনসমর্থন আদায়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু উচ্চ আদালতের রায়ে। এটি নিয়ে হাঁকডাক কেউ পছন্দ করেন না। রংপুরে আমাদের শোচনীয় পরাজয় হয়েছে তার পরও আমরা মেনে নিয়েছি। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন। জনগণ চাইলে আছি না চাইলে নাই। তবে বিএনপির আন্দোলন অশ্বডিম্বের মত। ৩০ ডিসেম্বরে বিএনপি ঘোড়ার ডিম পেড়েছে সামনে একই হবে।

বৃহস্পতিবার নগরীর সড়ক ভবনের মিলনায়তনে ‍‍`সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির ৩০তম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে’ মন্ত্রী এসব কথা বলেন। 

সবাইকে সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ভালো কাজ করতে হবে। যে অপকর্ম করবে, মানসম্মত কাজ করবে না তার ব্যর্থতাতার ভার মৃত্যুর পর তাকে বহন করতে হবে। খারাপ কাজের ব্যর্থতা ছেলে মেয়েদের বহন করতে হবে। সৎ থাকার চেষ্টা করতে হবে, একটা মানুষের জন্য কত টাকা দরকার? আমাদের বিবেককে প্রশ্ন করার সময় এসেছে। 

আর্কাইভ