• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

স্থগিত হলো ফখরুল-আব্বাসের জামিন

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ১০:১৬ পিএম

স্থগিত হলো ফখরুল-আব্বাসের জামিন

আদালত প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে আগামী ৮ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য্য করেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিএনপির এই দুই নেতাকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচার মো. রিয়াজউদ্দিন খানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনার পর গত ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সংঘর্ষে ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঢাকা বিভাগীয় সমাবেশের ১ দিন আগে গত ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে বিএনপির মহসচিব মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাসকে বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিনের আবেদন নাকচ করলে কারাগারে পাঠানো হয়।

 

এনএমএম/এএল

আর্কাইভ