• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

৬ মাসের জামিন পেলেন ফখরুল-আব্বাস

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৯:০৮ পিএম

৬ মাসের জামিন পেলেন ফখরুল-আব্বাস

আদালত প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পল্টনে নাশকতার মামলায় ৬ মাসের জামিন পেয়েছেন

মঙ্গলবার (৩ জানুয়ারি) শুনানি দুই সপ্তাহ পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে দুপুর দুইটায় শুনানি হয়েছে। আদালতে বিএনপির দুই নেতার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম গোলাম মোস্তফা।

এর আগে জামিন চেয়ে বিচারিক আদালতে চারবার আবেদন করেছিলেন বিএনপির এই দুই শীর্ষ নেতা। চারবারই খারিজ হয়ে যায়।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশসহ আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে সেখান থেকে ককটেল উদ্ধার করে পুলিশ। এরপর ৮ ডিসেম্বর দিবাগত রাতে উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং শাহজাহানপুরের বাসা থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করে পুলিশ।

 

 

এনএমএম/এএল

আর্কাইভ