• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ফখরুল-আব্বাস

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ১১:১৮ পিএম

জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ফখরুল-আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদের জামিন আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য্য করেছেন আদালত।

সোমবার (২ জানুয়ারি) জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারা। পরে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য্য করেন। আদালতে বিএনপির দুই নেতার জামিন আবেদনটি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, কামরুল ইসলাম সজল, সগীর হোসেন লিওন।

সবশেষ, গত ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর  করেন।

এর আগে আরও তিনবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

 

এআরআই

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ