
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ১১:৫৭ পিএম
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি কখনও নির্বাচন বর্জন করেনি, যতবার অংশগ্রহণ করেছে ততবারই ভালো ফলাফল করেছে।
রোববার (১ জানুয়ারি) জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে দলের ত্যাগী, যোগ্য এবং জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেয়া হবে।
এছাড়া দলটির নেতা বানানোর ক্ষেত্রে যোগ্য ও পরিশ্রমি ব্যক্তিদের বেছে নেয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সংসদের প্রধানবিরোধী দল জাতীয় পার্টি।
এআরআই