• ঢাকা শনিবার
    ১১ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ১০:০৭ পিএম

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মষূচি অনুযায়ী আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ঢাকায় গণঅবস্থান করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটাও দলীয় কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হবে। এছাড়া ৯টি বিভাগীয় শহরেও হবে। টানা ৪ ঘণ্টা এ অবস্থান কর্মসূচি চলবে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ক্ষমতাসীন এ সরকার আন্তর্জাতিকভাবে হাইব্রিড সরকার নামে পরিচিত। কারণ, তারা দিনের ভোট রাতে করে। এছাড়া জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে গণমিছিলে অংশ নেয়ায় এ দেশের জনগণ তথা আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি দিতেই হবে।

তিনি বলেন, ১০ দফা আন্দোলনের প্রথম কর্মসূচি রাজধানীতে। সবকিছুর পক্ষে এই গণমিছিল। শুধু বিএনপি নয়, অধিকাংশ রাজনৈতিক দল এ আন্দোলনে শরিক হয়েছে।

 

এআরআই/এএল

আর্কাইভ